নিজস্ব প্রতিবেদকঃ
প্রচন্ড কোমর ব্যথা, মেরুদন্ড ব্যথা, মেরুদন্ডে আঘাত, মেরুদন্ড আঘাত জনিত কারণে অবস, প্যারালাইসিস ব্যথায় অচল, পঙ্গু, হাত-পা অবস, যন্ত্রণা ইত্যাদি কঠিন ও জটিল ক্রনিক রোগের চিকিৎসাসেবা প্রত্যয়ে যাত্রা করেছে হোমিও ডক্টরস ক্লিনিক।
কক্সবাজার হাসপাতাল সড়ক সংলগ্ন এন.এম.সি মেডিকেল সেন্টারের দ্বিতীয় তলায় শুক্রবার (১ মার্চ) দুপুরে ক্লিনিক এর আনুষ্ঠানিক যাত্রা হয়।
শুভ উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ছালামত উল্লাহ, হাফেজ মাওলানা নুরুল কবির হিলালী, মাওলানা মোহাম্মদ সোলায়মান ও মাওলানা নুরুল হক চকোরী।
হোমিও ডক্টরস ক্লিনিকের পরিচালকদের মধ্যে ছিলেন বাহোকপ হোমিও ইনস্টিটিউটের লেকচারার ও বাংলাদেশ হোমিও কল্যাণ পরিষদ কক্সবাজার জেলার আহ্বায়ক ডাক্তার মাওলানা মোঃ মঈন উদ্দীন, ডাক্তার বেলাল উদ্দিন এবং ডাক্তার সালামত কবির।
হোমিও ডক্টরস ক্লিনিকের টিমে বিশেষজ্ঞ চিকিৎসক কৌচারিয়া বেগমও রয়েছেন। যে কোন জটিল, ক্রনিক, পুরাতন রোগের জন্য ‘মেডিকেল বোর্ড’ গঠনের মাধ্যমে তারা চিকিৎসা দিয়ে থাকে।
জয়েন্টে ব্যথা, ফোলা যন্ত্রণা, হাত-পা চাবানি, কামড়ী যন্ত্রণা, পাইলস, অর্শরোগ, কিডনির পাথর, পিত্তথলির পাথর, যৌন রোগ, যেকোনো ধরনের টিউমার, গলগন্ড, হার্নিয়া, অ্যাপেন্ডিক্স, যাবতীয় চর্মরোগ, দাউদ, একজিমা, সোরাইসিস, হাঁপানি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, এমনকি ক্যান্সার, আলসারসহ কঠিন রোগের চিকিৎসা দেয়া হয় হোমিও ডক্টরস ক্লিনিকে।
প্রতি শুক্রবার একাধিক অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে বোর্ড গঠন করে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
কম্পিউটারে রিপোর্ট তৈরির মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা ও প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য রয়েছে উন্নত ল্যাব।
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হোমিও ডক্টরস ক্লিনিক খোলা থাকবে বলে জানান প্রধান ডাক্তার মোঃ মইন উদ্দিন।
তিনি বলেন, দেশে চিকিৎসায় ভালো হয়নি; বাইরে পাঠাতে হচ্ছে- এমন জটিল রোগের চিকিৎসাও আমরা দিয়ে থাকি। আল্লাহর রহমতে ইতোমধ্যে অনেক কঠিন-জটিল রোগের চিকিৎসায় আমাদের সফলতার প্রমাণ রয়েছে। টাকা আয়-রোজগার মূল উদ্দেশ্য নয়, মানব সেবার মনমানসিকতা নিয়ে আমরা কাজ করছি।