cbn  

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সংযুক্তা সাহানি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর একজন নিবেদিত প্রাণ কর্মকর্তা। সাব অফিসের প্রধান হিসেবে প্রায় ৪ বছর বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বহুমুখী মানবিক সহায়তা দিতে কক্সবাজারে কাজ করেছেন নিরন্তর। বাঙ্গালি ও বাংলা ভাষার প্রকৃত প্রেমিক এ কর্মকর্তা ভারতের উড়িষ্যা রাজ্যের অধিবাসী হয়েও বাংলা ভাষা আয়ত্ব করেছেন একজন প্রকৃত বাঙ্গালির মতো। চাকুরীর সহজাত নিয়মে পদোন্নতি ও বদলী হয়ে তিনি কক্সবাজার ছেড়ে চলে যাচ্ছেন ইয়ামেনের সানায়। কক্সবাজার জেলা প্রশাসন ও আইওএম এর সম্পর্কের সেতুবন্ধনে তিনি সবসময় কাজ করেছেন নিবিড় ভাবে। মানবতার কল্যাণে নিবেদিত এ মানুষটি কক্সবাজার থেকে অন্য স্টেশনে যাওয়ার প্রাক্কালে বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী দিয়ে মানবাধিকারের জন্য অবিরাম কর্মরত এ কর্মীকে বিদায় জানানো হয়। এসময় বছরের পর বছর কক্সবাজারে কাজ করতে করতে জমে যাওয়া হৃদ্যতা আর ভালবাসা জড়িয়ে থাকা মানুষগুলোকে ছেড়ে চলে যেতে হচ্ছে-এই আবেগে প্রত্যেকের চোখের পানি টল টল করছিল। এসময় আবেগময় পরিবেশে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার সহ জেলা প্রশাসন ও আইওএম এর কর্মকর্তারা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •