এম.জিয়াবুল হক, চকরিয়া
আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমদ চকরিয়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধি ১২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন।

অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী আগে বরাদ্দ পেয়েছেন নৌকা প্রতীক। এছাড়া চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি অপর তিন প্রার্থী গতকাল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

তাদের মধ্যে নাগরিক কমিটি মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ক্রীড়া ও শ্রমিক সংগঠক আলহাজ ফজলুল করিম সাঈদী পেয়েছেন আনারস, আওয়ামীলীগ নেতা মোক্তার আহমদ চৌধুরী পেয়েছেন মোটর সাইকেল ও শ্রমিক নেতা জহিরুল ইসলাম পেয়েছেন দোয়াত কলম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) আলহাজ সাফিয়া বেগম শম্পা পেয়েছেন ফুটবল, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহানারা পারভীন পেয়েছেন হাঁস ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী পেয়েছেন কলসি।

অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান আঞ্চলিক গানের সম্রাট সিরাজুল ইসলাম আজাদ পেয়েছেন টিউবওয়েল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার পেয়েছেন চশমা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টু পেয়েছেন বই, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা পেয়েছেন উড়োজাহাজ ও চকরিয়া পৌরসভা যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন শান্ত পেয়েছেন তালা প্রতীক।