প্রেস বিজ্ঞপ্তি:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক বিশিষ্ট সাংবাদিক মো. শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি নেতৃবৃন্দ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন বাহরী ও সাধারণ সম্পাদক হাসানুর রশীদ এক শোক বিবৃতিতে জানান, শাহ আলমগীর সাংবাদিক সমাজের একজন অভিভাবক ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহ আলমগীর (ইন্না…. রাজেউন।) গত ২১ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।