মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিনে কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ২ জনের মধ্যে আজিজুল হক সাগরের মনোনয়নপত্রটি অবৈধ ঘোষিত হওয়ায় এবং এডভোকেট ফরিদুল ইসলামের চৌধুরীর মনোনয়নপত্রটি বৈধ হওয়ায় উক্ত পদে একমাত্র প্রার্থী হিসাবে এডভোকেট ফরিদুল ইসলাম আগামী ৮ মার্চ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন বিধি মোতাবেক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অফিসিয়ালি নির্বাচিত ঘোষিত হবেন। বিষয়টি কুতুবদিয়ার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রিটার্নিং অফিসারের স্টাফ অফিসার ও কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা মুঠোফোন সিবিএন-কে নিশ্চিত করেছেন। একই বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিসার জামশেদুল ইসলাম সিকদারও অনুরূপ জানিয়েছেন। শিমুল শর্মা আরো জানান-আজিজুল হক সাগরের মনোনয়নপত্রে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিধি মোতাবেক যে আড়াইশ’জন ভোটারের স্বাক্ষর দেখানো হয়েছে-তার মধ্যে একজন ভোটার মারাগেছে অথবা দীর্ঘদিন থেকে বিদেশে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাই ঐ ভোটারটিকে পাওয়া যায়নি। দ্বিতীয়ত বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত গোপনীয় ব্যাংক প্রতিবেদনে আজিজুল হক সাগর একজন ঋনখেলাপী হিসাবে উল্লেখ রয়েছে। এ দু’টি মৌলিক কারণে কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আজিজুল হক সাগরের দাখিলকৃত মনোনয়নপত্রটি বাছাইকালে বাতিল করা হয়েছে। একই পদে বৈধ হওয়া একমাত্র ব্যক্তি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন অর্থাৎ ৭ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার নাকরলে তাঁকে ৮ মার্চ অফিসিয়ালি নির্বাচিত ঘোষনা করা হবে। শিমুল শর্মা আরো জানান-আজিজুল হক সাগর তার মনোনয়নপত্র অবৈধ ঘোষনার বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আপীল কর্তৃপক্ষ অর্থাৎ কক্সবাজার জেলা প্রশাসকের কাছে আপীল করতে পারবেন। আজিজুল হকে সাগরের মনোনয়নপত্র অবৈধ ঘোষনার বিরুদ্ধে আপীল বিষয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ ছৈয়দ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন-যে দু’টি কারণে আজিজুল হক সাগরের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে বলে জেনেছি-সেই কারণ দু’টি মৌলিক কারণ হওায়ায় আপীল আদালতেও তার মনোনয়নপত্র বৈধ নাহওয়ার সম্ভাবনাই বেশী। সুতরাং এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়া এখন সমেয়ের ব্যাপার মাত্র। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বর্তমানে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, মনোনয়নপত্র অবৈধ হওয়া আজিজুল হক সাগর কক্সবাজার জেলা পরিষদের একজন সদস্য।