মহেশখালী সংবাদদাতা:
মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী অভিবাবকদের উদ্যেশে বলেন, আমরা আপনার সন্তানদের শিক্ষা দিচ্ছি, তবে কি শিক্ষা দিচ্ছি সেটা আপনাদের দেখা উচিৎ, সপ্তাহে একবার হলে স্কুলে এসে আপনার প্রিয় সন্তান সঠিক শিক্ষা গ্রহন করছে কিনা যাচাই করুন।
অভিবাবক সচেতন হলে সঠিক ভাবে গড়ে উঠবে আপনার সন্তান।
বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্টিত মা সমাবেশে আরো বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মকবুল আহমদ, সহসভাপতি মাওলানা ছিদ্দিক নুরী, শিক্ষক লায়ক হায়দার, সিনিয়র শিক্ষিকা রওজাতুনাহার, মিনা দাশ, তৌহিদা আকতার, অভিভাবকদের পক্ষে সাংবাদিক এম বশির উল্লাহ।
সমাবেশে ৩ শতাধিক মা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটিতে গত ৫ বছর ধরে শতভাগ ফলাফল অর্জন করে সুনাম কুড়িয়েছেন।