আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত চলাকালীন পাকিস্তানকে সমর্থন দেয়ার কথা জানিয়েছে মুসলিম বিশ্বের প্রভাবশালী ও মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে দেশটির সমর্থনের কথা জানিয়েছেন।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে দৈনিক ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লুর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির টেলিফোনে আলাপ হয়েছে। পাকিস্তানকে অকূণ্ঠ সমর্থন দেয়ার কথা জানানো হয়েছে তুরস্কের পক্ষ থেকে।

ডনের প্রতিবেদন অনুযায়ী, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু আরও বলেছেন, আবুধাবিতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশানের (ওআইসি) আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হলে তার বিরোধিতা করবে তুরস্ক।

মঙ্গলবার পাকিস্তানে ঢুকে বিমান হামলা চালায় ভারত। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুরওয়ামায় পাকিস্তানিভিত্তিক সশস্ত্র জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ আত্মঘাতী বোমান হামলার ‘প্রতিশোধ’ ভারতের এই হামলা। ১৯৭১ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান সীমান্তে ঢুকে হামলা চালিয়েছে ভারত।

ভারতের হামলার পর পাকিস্তান পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে ভারতের দুটি বিমান কাশ্মীরে হামলা চালিয়ে বারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। তারা ভারতের একজন পাইলটকেও আটক করেছে। পাল্টাপাল্টি হামলার কারণে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এখন চরমে।

চলমান উত্তেজনা প্রশমনে ভারতকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।