মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফেনী স্টেডিয়ামে বুধবার ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কক্সবাজার জেলা ফুটবল টিমের প্রথম খেলায় নোয়াখালী জেলা ফুটবল টিমের সাথে গোল শূন্য ড্র করে এক পয়েন্ট অর্জন করেছে। ভাল খেলেও মাঠের অবস্থা খুব একটা ভাল না থাকায় কক্সবাজারের ছেলেরা ড্র করেছে। বিষয়টি কক্সবাজার জেলা ফুটবল টিমের ম্যানেজার রাশেদ হোসেন নান্নু সিবিএন-কে ফেনী থেকে মুঠোফোনে নিশ্চিত করেছেন।
বুধবারের খেলায় কক্সবাজার জেলা ফুটবল টীমে যারা খেলেছেন তারা হলো-খালেদ মোশাররফ (০১) আরাফাত সানি (০৫), ইসমাইল জাহেদ (০৮), জমির উদ্দিন (২), সাদ্দাম (১৪), আরীফ (১৮), মোস্তফা (২৩), আকরাম (০৩), সৌরভ (১৫), শহীদ (১৩), বাদশা (০৭), অতিরিক্ত খেলোয়াড় ছিলেন-জুয়েল (২০), সাঈদী (২৯), কাওসার (১৬), রুবেল (০৬)। কক্সবাজার জেলা ফুটবল টীমের কোচ-খালেদ মোহাম্মদ আজম বিপ্লব ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ সম্পাদক মোহাম্মদ হানিফ সংস্থার প্রতিনিধি হিসাবে খেলা চলাকালে ফেনী স্টেডিয়ামে ছিলেন। ১ মার্চ বান্দরবান জেলা টিমের সাথে কক্সবাজার জেলা টিমের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। লীগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট চলবে এবং টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১ টি টিম অংশ নিচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে। এদিকে, টুর্নামেন্টে সাফল্যের জন্য কক্সবাজার জেলা টীমের ম্যানেজার রাশেদ হোসেন নান্নু ও জেলা ক্রীড়া সংস্থার সহ সম্পাদক মোহাম্মদ হানিফ সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।