প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের প্রতিশ্রুতিশীল তরুণ সাহিত্যিক ও সাংবাদিক নুপা আলম এর দ্বিতীয় গ্রন্থ “উড়াল মেঘের দিঘী’ এখন বাজারে পাওয়া যাচ্ছে। একুশে বই মেলায় তৃতীয় চোখ প্রকাশনা থেকে প্রকাশিত গ্রন্থটি গল্পের। যেখানে ভিন্ন আমেজের ৬ টি গল্প স্থান পেয়েছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোর এর কক্সবাজার প্রতিনিধি এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের দপ্তর ও প্রকাশনা সম্পাদক নুপা আলম। সীমান্ত শহর টেকনাফে জন্ম গ্রহণকারি এই গণমাধ্যমকর্মীর দ্বিতীয় গ্রন্থ এটি। এর আগে ২০১৫ সালে একই প্রকাশনা সংস্থা থেকে নুপা আলম এর প্রথম গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথম গ্রন্থটি ছিল শিশুতোষ কবিতার।

এবার প্রকাশিত গ্রন্থটি একুশে বইমেলা শেষে কক্সবাজারে এসে পৌঁছেছে। কক্সবাজার রক্ষিত মার্কেটের রক্ষিত পুস্তকালয়, টেকনাফের নাফ পেপার বিতান সহ বিভিন্ন উপজেলার পর্যায়ে নুপা আলম এর গল্প গ্রন্থটি পাওয়া যাবে। যেখানে তার প্রথম গ্রন্থটিও রয়েছে।

তৃতীয় চোখ প্রকাশনীর প্রকাশক কবি আলী প্রয়াস জানান, নুপা আলম গল্পের বইটি পাঠকদের ভিন্ন চিন্তার জগতে নিয়ে যাবে। একই সঙ্গে তার প্রথম গ্রন্থের কবিতা সমুহ শিশুদের জন্য একটি সহজ পাঠ্যও।