ডেস্ক নিউজ:
অশ্লীল ভিডিও আর ছড়াবেন না বলে মুচলেকা দিয়েছেন ইউটিউব চ্যানেল মর্ডান ভাদাইমা সংশ্লিষ্ট তিনজন। এমন কাজের জন্য তারা দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে তারা পুলিশের কাছে মুচলেকা দেন ও ক্ষমা চান।

এর আগে বিকেলে রাজধানীর বিজয়নগর থেকে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের মিন্টো রোডের কার্যালয়ে আনা হয়।

ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগ সূত্র জানায়, মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনের অংশ হিসেবে ভাদাইমা চয়েস এর অভিনেতা, চ্যানেলের এডমিন ও মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য বিকেল ৫টায় বিজয়নগর থেকে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অফিসে আনা হয় এবং তাদের অপরাধ খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রে আরও জানা যায়, ভাদাইমারা সবাই অনুতপ্ত এবং তারা সাইবার ক্রাইম ইউনিটে মুচলেকা দিয়েছে যে তারা কখনও আর এ ধরনের ভিডিও উৎপাদন এবং বাজারজাতকরণ করবেন না। কাউন্সেলিং শেষে তারা রাত ৯টায় অত্র অফিস ত্যাগ করে।