মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

২৫ ফেব্রুয়ারি ছিল কক্সবাজার জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব একরামুল হুদা চৌধুরী’র ২২ তম মৃত্যু বার্ষিকী। কক্সবাজার বিএনপি’র দুঃসময়ের এই কান্ডারীর মৃত্যু বার্ষিকীতে তাঁকে কেউ স্মরণ করেছেন কিনা জানা যায়নি। এরশাদের সামরিক শাসনের কব্জায় কক্সবাজার জেলা বিএনপি’তে যখন হাল ধরার কেউ ছিলোনা তখন সৎ, আপোষহীন ও বলিষ্ঠ নেতৃত্বের গুনাবলী সম্পন্ন আলহাজ্ব একরামুল হুদা চৌধুরীই বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আগলে রেখে যোগ্য অভিভাবকত্ব করেছিলেন। একসময় আলহাজ্ব একরামুল হুদা চৌধুরী ছাড়া কক্সবাজার জেলা বিএনপিকে চিন্তা করা যেতোনা। সেই বিএনপি’র পরীক্ষিত নেতা আলহাজ্ব একরামুল হুদা চৌধুরীর মৃত্যু বার্ষিকী নিরবে চলে গেলো ২৫ ফেব্রুয়ারি সোমবার। আলহাজ্ব একরামুল হুদা চৌধুরী’র সন্তান আবদুল মাবুদ চৌধুরী ক্ষোভের সাথে সিবিএন-কে মুঠোফোনে জানান-বিএনপি’তে তার মরহুম পিতা ও তার পরিবারের ব্যাপক অবদান ও ত্যাগ থাকলেও কেউ তার পিতাকে আজ আর স্মরণ করছেননা। তিনি ববলেন-এটা মরহুম আলহাজ্ব একরামুল হুদা চৌধুরীর পরিবারের জন্য খুবই দুঃখের বিষয়।