জাহাঙ্গীর আলম কাজল :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে বজ্রপাতে জান্নাত আরা (২৩) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। আহত হয়েছে একই পরিবারের ৩ জন।
সোমবার সকাল সোয়া ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নিহতের মা মরিয়ম বেগম (৫০), ছেলে এরশাদুল্লাহ (২৫) ও পুত্রবধু আছমা বেগম (২৩)।
প্রত্যক্ষদর্শী গৃহকর্তা আলী আকবর জানান, হঠাৎ সকাল নয়টার সময় ঝড়োহাওয়া ও বৃষ্টি শুরু হলে বাড়ীর লোকজন ওঠানে জিনিষপত্র বাড়ীতে ঢোকানোর কাজে ব্যস্ত ছিল। ছেলে এরশাদুল্লাহ ঘরের চালের উপর টিন ঠিক করছিল। ঐসময় বজ্রপাতের বিকট শব্দ তিনি শুনেন। পরে দেখতে পান ছেলে ঘরের চালের উপর শুয়া অবস্থা, বাকীরা ওঠানে দরজার পাশে শুয়া অবস্থায় পড়ে রয়েছে।
খবর পেয়ে আশ পাশের লোকজন ঘটনাস্থল থেকে উদ্বার করে হাসপতালে নেওয়ার পথে শহিদুল্লাহর স্ত্রী জান্নাত আরা মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী ইনচার্জ মাইনুদ্দিন, এএসআই জাকির হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ একেএম হাবিবুল ইসলাম বলেন, বজ্রপাতের কারণে হতাহতের ঘটনাটি ঘটেছে । বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে  অবহিত করা হয়েছে।