মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি’র কার্যকরী পরিষদ নির্বাচনে দু’টি ভোট কেন্দ্রে উৎসব মুখর ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সকাল ৯ টা থেকে বিরামহীন ভোট গ্রহন চলছে। শনিবার ২৩ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে দেখা গেছে-জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে প্রার্থীরা ভোটারের কাছে তাদের আবেদন শেষবারের মতো পৌঁছানোর প্রানান্ত চেষ্টা করছে। বিনয়, আকুতি, নিজের গ্রহনযোগ্যতা প্রার্থীরা তুলে ধরছেন ভোটারের কাছে। নেই কোন ভয়, ভীতি, হুমকি, শংকা। জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতাকর্মীদের সৌহার্দপূর্ণ অবস্থান দেখে মনে হলো-এটা গণতান্ত্র চর্চার আদর্শ ও উত্তম নমুনা। বুথে গিয়ে দেখা গেছে-নির্বাচন পরিচালানায় দায়িত্বপ্রাপ্ত কমিশনারগণ অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটারদের ভোট গ্রহন করছেন। নির্বাচন উপলক্ষ্যে আইনপাড়ায় উৎসুক মানুষের ভীড় চোখে পড়ার মতো। সবাই বলছেন-বেশ ভালো পরিবেশ। বিশেষ করে-রাজনৈতিক দল ও তাদের অংগ সংগঠন গুলোর জেলার শীর্ষ নেতা, বর্তমান ও সাবেক সংসদ সদস্যবৃন্দের আনাগোনা বেশ পরিলক্ষিত করা গেছে। সবার একটি কথা-প্যানেল কোনটায় ভোট বেশী পড়ছে। জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ৫৫৪ জন ভোটারের মধ্যে সকাল সোয়া ১১ টা পর্যন্ত ১৯৮ জনের ভোট কাস্ট হয়েছে বলে নির্বাচন কমিশনার এডভোকেট ফরিদ আহামদ জানিয়েছেন। চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনারদ্বয় সহ ৪৯ জন ভোটারের মধ্যে একইসময়ে ২৪ জনের ভোট কাস্ট হয়েছে বলে সেখানকার দায়িত্বশীল সহকারী প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ বাকের মুঠোফোন সিবিএন-কে জানিয়েছেন। নির্বাচনে ভোটার ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু বলেন-নির্বাচনের পরিবেশ খুবই ভাল। মুক্তমত প্রকাশের অসাধারণ পারস্পারিক সহমর্মিতা রয়েছে। সবাই যেন-এক পরিবারের এক মায়ের সন্তান। ভোটার এডভোকেট মুহাম্মদ শাহজাহান বলেন-জাতীয় নির্বাচনের পরিবেশ আর আইনজীবী সমিতির নির্বাচনের পরিবেশ পুরোটাই উল্টো। আইনজীবী সমিতির নির্বাচনে আমারা গণতন্ত্র চর্চা ও মুক্তমত প্রকাশের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ দেখে আশাবাদী হয়েছি।
শনিবারের নির্বাচনে ১৭ টি পদের বিপরীতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত এডভোকেট আ.জ.ম মঈনউদ্দিন-এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল প্যানেল এবং জাতীয় আইনজীবী ঐক্য ফ্রন্ট মনোনীত এডভোকেট মোস্তাক আহামদ চৌধুরী-এডভোকেট আখতার উদ্দিন হেলালী প্যানেলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। উভয় প্যানেলের শেষ প্রচারণা ‘কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান’ বলে মনে হচ্ছে। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে প্রতিদ্বন্দ্বীতাকারীরা হলেন-সভাপতি পদে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক দু’বারের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জিপি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, সহ সভাপতি পদে এডভোকেট জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে এডভোকেট এস.এম শাহিনুল হক, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে এডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন, পাঠাগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এডভোকেট আরিফুল মোস্তফা, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট শওকত বেলাল, ৯ টি নির্বাহী সদস্য পদে এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট মাহবুবর রহমান, এডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার, এডভোকেট মোহাম্মদ রফিক উদ্দিন, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, এডভোকেট চৌধুরী ফাহাদ বিন ফিরোজ, এডভোকেট মাহামুদুল হক, শহীদুল্লাহ্ ফরহাদ ও মোঃ মহিউদ্দিন। অপরদিকে, জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন-সভাপতি পদে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা নারী ও শিশু দমন নির্যাতন দমন অবিভক্ত ট্রাইব্যুনালের প্রথম স্পেশাল পিপি এডভোকেট মোস্তাক আহামদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক (হিসাব), সাবেক নির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ, সহ সভাপতি পদে এডভোকেট হোছাইন আহামদ আনসারী, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট ফিরোজুল আলম, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে এডভোকেট আবদুর রহমান, পাঠাগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুল আলম টিপু, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পদাক পদে এডভোকেট আবদুর রশিদ, নির্বাহী সদস্য পদে এডভোকেট এস.এম নুরুল ইসলাম, এডভোকেট সব্বির আহামদ, এডভোকেট নুরুল মোর্শেদ আমিন, এডভোকেট ফারুক ইকবাল, এডভোকেট মোহাম্মদ গোলাম ফারুক খান, এডভোকেট মুহাম্মদ নুরুল ইসলাম, এডভোকেট মঈনুল আমিন, এডভোকেট মোহাম্মদ কলিম উল্লাহ ও এডভোকেট মিজানুর রহমান ভূট্টো। নির্বাচিত ১৭ জনের কার্যকরী কমিটিতে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি থেকে একজন করে মোট ৩ জন প্রতিনিধি কো-অপ্ট করা হবে। নির্বাচনে মোট ৬০৩ জন আইনজীবী ভোটার হয়েছেন। জেলা আইনজীবী সমিতির নতুন গঠনতন্ত্র অনুযায়ী এবছর কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে পৃথক দু’টি ভোট কেন্দ্রে একই সাথে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। এর মধ্যে চকরিয়া ও কুতুবদিয়া আদালতে কর্মরত ৪৯ জন আইনজীবীর প্রকাশিত পৃথক একটি ভোটার তালিকার ভোট গ্রহন করা হবে চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে। অবশিষ্ট ৫৫৪ জন আইনজীবীর অপর একটি ভোটার তালিকার ভোট গ্রহন করা হবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনের দু’তলায়। সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ শাহাজাহানকে প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট শ্যামল কান্তি চৌধুরী ও এডভোকেট মুহাম্মদ বাকের কে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট নুর উল আলম, এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহামদ ও এডভোকেট সিরাজ উল্লাহ নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন।