জাহাঙ্গীর আলম কাজল :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপক মো: শফিউল্লাহ সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জুমাবার (২২ ফেব্রুয়ারি) বিছামরা শৈল শক্তি বেসরকারি প্রাথামিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রহমান।
নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল খাইরুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নৌকার প্রার্থী অধ্যাপক মো: শফিউল্লাহ দলমত নির্বিশেষে তার নির্বাচনী নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, বিগত দিনের মতো এবারো সকলের মতামত নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে চাই। আসন্ন উপজেলা নির্বাচনে নৌকার প্রতীকে ভোট দিয়ে উপজেলাবাসী তাকে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদী।
এছাড়াও এ উপজেলার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন উন্নয়নের তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
প্রার্থী হিসেবে দলীয় বিবেচনায় নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের সেবা করার আগ্রহই হল তার পারিবারিক ঐতিহ্য।
আগামী ১৮ মার্চ দলমত নির্বিশেষে নৌকার প্রতীকে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ক্যনুওয়ান চাক, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী, উপজেলার সাবেক চেয়ারম্যান মো: ইকবাল, সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর সত্তার, কৃষকলীগের সাবেক সভাপতি মির আহম্মদ, নাইক্ষ্যংছড়ি বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক মো: গফুর কোম্পানি, সাধারণ সম্পাদক মো: ইসলাম মেম্বার, উপজেলা যুবলীগের সভাপতি মো: হোসেন, সমাজ সেবক মৌ: ফরিদ আলম, নাগরিক কমিটির ছৈয়দ আলম, ইউপি সদস্য ও যুলীগের সাধারণ সম্পাদক আলী হোসাইন, আদর্শ গ্রাম সমাজ কমিটির সমাজ সেবক মাষ্টার মালেকুজ্জান, আবু তাহের সওদাগর, মসজিদ গুনার সমাজ কমিটির সমাজ সেবক, মাষ্টার নুরুল বশর, মৌলানা কলিম উল্লাহ, ইয়াহিয়া খাঁন মামুন,
মো: শাহজাহান প্রমুখ। এসময় এলাকার হাজারো লোকজন উপস্থিত ছিলেন।সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুস ছালাম।