মোঃ ফারুক, পেকুয়া:

পেকুয়ায় বিএনপি ও সহযোগি সংগঠনের দু’শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগ দিয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় উজানটিয়া এএস আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এমপি জাফর আলমের হাতে ফুল দিয়ে এসব নেতাকর্মী আ’লীগে যোগ দেন।

যোগদানকারী নেতারা হলেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি  গোলাম মুস্তফা লুতু, ওলামা দলের  ইউনিয়ন সদস্য সচিব মাওলানা মুছা কাজেম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মুস্তফা কাজি ও ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি নুরুল হুদা সুমন।

উজানটিয়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, আজকের পেকুয়া আর বিএনপি-জামাতের নেতৃত্বে পেকুয়ার মধ্যে বেশ তফাৎ রয়েছে। বর্তমান পেকুয়ায় কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ, প্রতিটি রাস্তা আরসিসি, দীর্ঘমেয়াদি বেড়িবাধ প্রকল্প চলমান রয়েছে। সবচেয়ে বড় প্রকল্প সাব-মেরিন ষ্টেশন কাজ শেষ হলে পেকুয়া হবে মিনি সিঙ্গাপুর। এ স্বপ্নের নগরী গড়ে তুলতে দলমত নির্বিশেষে কাজ করতে হবে। পেকুয়াবাসীর দাবি লবণের দাম ন্যায্যমূল্য নির্ধারনে আগামী ২৫তারিখ সংসদ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করবো।
বিএনপি’র পক্ষ থেকে আ’লীগে যোগদান করা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি জাফর আলম বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার আদর্শ অনুপ্রাণীত হয়ে আপনারা আ’লীগে যোগদান করেছেন ঠিক আছে। কিন্তু আ’লীগের সাংগঠনিক গঠনতন্ত্র বিরোধী কোন কার্যকলাপে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মাওলানা এনায়েত উল্লাহর পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন  ইউনিয়ন আ’লীগের সভাপতি তোফাজ্জল করিম। সাধারণ সম্পাদক এম শাহজামালের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন।

আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নুর, বারবাকিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল শামা শামীম, সদর আ’লীগ সভাপতি আজম খান, এএস মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হক মকসুদী, উপজেলা যুবলীগের সহসভাপতি জিয়াবুল হক জিকু,  শ্রমিকলীগ সভাপতি নুরুল আবছার, সেচ্ছাসেবকলীগ সভাপতি ওসমান গণি, ছাত্রলীগ সভাপতি কপিল উদ্দিন বাহাদুর, উজানটিয়া ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারেকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ রাশেদুল ইসলাম টিপু।