সিবিএন : কক্সবাজার সিটি কলেজে শিক্ষকদের জন্য আইসিটি প্রশিক্ষণ (ইন হাউজ ট্রেনিং) কর্মসূচী শুরু হয়েছে। বুধবার এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ ক্যথিং অং ।

তিনি বলেন , দক্ষ ও উন্নত জনশক্তি তৈরির অংশ হিসাবে শিক্ষকদের জন্য এ প্রশিক্ষণ ডিজিটাল বাংলাদেশ গঠনে ব্যাপক ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সকল শিক্ষক কর্মচারী এ প্রশিক্ষনের আওতায় আসবে। এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী । কোর্সের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন CSE বিভাগের বিভাগীয় প্রধান ও মাস্টার ট্রেইনার অধ্যাপক আবুল কালাম আজাদ।
৬ দিন ব্যাপী আইসিটি প্রশিক্ষণ(ইন হাউজ ট্রেনিং) কর্মসূচীতে প্রথম ব্যাচে ২৫ জন শিক্ষক অংশ নিচ্ছেন ।  ধীরে ধীরে কলেজের ২শতাধিক  শিক্ষক উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় আসবেন বলে জানা গেছে ।