মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

গত ১৬ ফেব্রুয়ারি টেকনাফে আত্মসমর্পণকারী ১২ জন ইয়াবাবাজের জামিন নামন্ঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি টেকনাফের জিআর মামলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জেরিন সুলতানার আদালতে ১০ জন এবং বুধবার ২০ ফেব্রুয়ারি একই আদলতের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের আদালতে ২ জন সহ দু’দিনে মোট ১২ জন আত্মসমর্পণকৃত এজাহারভুক্ত আসামী জামিন আবেদন করলে বিচারকদ্বয় শুনানী শেষে তাদের জামিন নামন্ঞ্জুর করেন। বিষয়টি কোর্ট পুলিশ পরিদর্শক কাজী মোঃ দিদারুল আলম বিষয়টি সিবিএন’কে নিশ্চিত করেছেন। মঙ্গলবার যাঁরা জামিন আবেদন করেছিলেন তারা হলো-সাবেক এমপি আবদুর রহমান বদি’র চার ভাই যথাক্রমে আবদুশ শুক্কুর (৩৩), আমিনুর রহমান প্রকাশ আমিন (৪৩), শফিকুল ইসলাম প্রকাশ শফিক (২৯), ফয়সাল রহমান (২৯)। এছাড়া অন্যান্যরা হলো-মোঃ আবদুর রহমানের পুত্র মোঃ সাহেদ রহমান নিপু, আঃ গফফারের পুত্র মোজাম্মেল হক (২৮), মৃত ইব্রাহীম খলিলের পুত্র মারুফ বিন খলিল প্রকাশ বাবু, মৃত মোজাহের মিয়ার পুত্র মোঃ আলম (৪৫) এবং মৃত অংছেন ছা’র পুত্র মং অং থেইন প্রকাশ মমচি। বুধবার যাদের জামিন আবেদন নামন্ঞ্জুর করা হয় তারা হলো-কালা মোহাম্মদ আলী’র পুত্র আবদুল আমিন (৩৪) ও মোহাম্মদ আলীমের পুত্র নুরুল আমিন (৩৭)। জিআর মামলা নম্বর ৯৮/২০১৯ (টেকনাফ) ও ৯৯/২০১৯ (টেকনাফ) মামলা দু’টিতে জামিন চাওয়া হয়েছে। কোর্ট পুলিশ পরিদর্শক কাজী মোঃ দিদারুল আলম জানান-মামলা দু’টির ১০২ জন আসামী থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে আসামীদের রিমান্ড চাওয়া হতে পারে।