সংবাদ বিজ্ঞপ্তিঃ

মহামান্য রাষ্ট্রপ‌তি আবদুল হা‌মিদ এড‌ভো‌কেট এর ভাই কি‌শোরগঞ্জ জেলার মিঠামইন উপ‌জেলার মু‌ক্তি‌যোদ্ধা আবদুল হক সরকারী ক‌লে‌জের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হক ও মহামান্য রাষ্ট্রপ‌তির প‌রিবা‌রের অন্যান্য সদস্যরা কক্সবাজা‌রে অব‌স্থিত বাংলা‌দে‌শে প্রথম বিশ্বমা‌নের সী একু‌রিয়াম রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড প‌রিদর্শন ক‌রেন।
১৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় র‌ে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড পরিদর্শনে গেলে রাষ্ট্রপতি পরিবারকে ব্যবস্থাপনা প‌রিচালক মোঃ স‌ফিকুর রহমান চৌধুরী, সিইও নাজমুল হক ও জিএম কাজী মোহাম্মদ নিজামুল ইসলাম তাঁ‌কে ফ‌ু‌লেল অভ্যর্থনা জানান। এসময় তাঁর সা‌থে মিঠামইন সরকারী বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শি‌ক্ষিকা ও উক্ত স্কু‌লের শিক্ষকবৃন্দ এবং রাষ্ট্রপ‌তির প‌রিবা‌রের অন্যান্য সদস্যবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। তি‌নি রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড ঘু‌রে দে‌খেন। তি‌নি একু‌রিয়া‌মের স্থাপত্য নিদর্শন এবং সমু‌দ্রের বি‌ভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণীর সংগ্রহ দে‌খে অ‌ভিভুত হন। তি‌নি ও তাঁর সফরসঙ্গীরা মাছ‌কে ফিডা‌রের মাধ্য‌মে খাবার খাওয়ান এবং উ‌দ্যোক্তা স‌ফিকুর রহমান চৌধুরী‌কে বাংলা‌দে‌শে এরকম ব্য‌তিক্রমধর্মী উ‌দ্যো‌গের জন্য ধন্যবাদ জানান। তি‌নি ব‌লেন বর্তমা‌নে রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড পু‌রো সমুদ্র‌কে মানু‌ষের হা‌তের মু‌ঠোয় নি‌য়ে এ‌সে‌ছে। সমুদ্র নি‌য়ে শিক্ষা ও গ‌বেষণার দ্বার খু‌লে দি‌য়ে‌ছে রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড। বর্তমান প্রজন্ম সমুদ্রের তল‌দে‌শের জীববৈ‌চিত্র ও এখানকার মা‌ছের সংগ্রহ দে‌খে বাস্তবজ্ঞান অর্জন কর‌তে পার‌বে। তি‌নি রে‌ডি‌য়েন্ট ফিস ওয়া‌র্ল্ডের উ‌ত্তো‌রোত্তর সমৃ‌দ্ধি ও সফলতা কামনা ক‌রেন।