বজলুর রহমান, ঈদগাঁও

রামু উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে ৪ দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদের সভাপতিত্বে সহকারী শিক্ষক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
৭ম শ্রেণীর ছাত্র হাফেজ ছিদ্দিক ফারুকীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক সোলতান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জারাইতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর, ভারুয়াখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, নাপিত খালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক,জোয়ারিয়ানালার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়এর প্রধান শিক্ষক খুরশিদা জান্নাত, চৌফলদন্ডী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হক,এম,সি সদস্য আব্দুর রহমান, কোডেক তরুণ আলো প্রতিনিধি মোঃআলি।
উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মনছুর আলম, সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আলম, সরওয়ার কামাল, এস.বিকাশ শমা পালন,মুফিদুল আলম,রেজাউল করিম,জারিয়াতুল রেজা,সায়মা রাশিদা,এম.ডি ফারুক, মোক্তার আহমদ, হোসেন আলী, হামিদ হোসেন, রেহেনা আক্তার প্রমুখ।