সংবাদ বিজ্ঞপ্তিঃ

১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার জমজম হাসপাতালের উদ্দ্যোগে মহেশখালী উপজেলার হোয়ানক ইসলামীয়া দাখিল মাদ্রাসায় ফ্রি: মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অত্র ফ্রি: মেডিকেল ক্যাম্পে প্রায় ১২০০ এর অধিক রোগীকে  ফ্রি: চিকিৎসা সেবা দেওয়া হয়। সকাল ৯.০০ টায় জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম কবির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি শাহ নেওয়াজ
সালাহ উদ্দিন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, উক্ত মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মফিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোস্তাক আহমদ বাবুল, ইউপি সদস্য আকবর হোসেন, মাষ্টার মনির আহমদ, জমজম হাসপাতালের পরিচালক জালাল আহমদ, পরিচালক প্রশাসন রিয়াজ মো: রফিক ছিদ্দিকী ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল ৯.০০ টা হতে রোগী দেখা শুরু করেন জমজম হাসপাতালের নিজস্ব বিশেষজ্ঞ ডাক্তার যথাক্রমে প্রসূতি-স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: ফয়জুর রহমান, লিভার, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: হুমায়ুন কবির, নাক, কান গলারোগ বিশেষজ্ঞ ডা: মো: মাসুদ পারভেজ রানা, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা: আমির হোসেন, হাড় জোড়া, মেরুদন্ড ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা: মো: দেলোয়ার হোসেন, মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ ডা: মমিনুর ইসলাম, সিনিয়র মেডিকেল অফিসার ডা: শাহাদাত হোসেন খাঁন, সিনিয়র মেডিকেল অফিসার এইচ আশিকুর রহমান সহ অন্যান্য সিনিয়র ডাক্তারগণ। জমজম হাসপাতালের উপরোক্ত ৮ জন নিজস্ব  বিশেষজ্ঞ ডাক্তার সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত রোগী দেখেন ও গরীব রোগীদের হাসপাতালের পক্ষ হতে বিনামূল্যে ঔষধ প্রদান ও ফ্রি: ডায়াবেটিস পরীক্ষা  করা হয়। তাছাড়া উক্ত মাদ্রাসা ও পার্শ্ববর্তী স্কুলের ছাত্রদের ফ্রি: ব্লাড গ্রুপিং করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম কবির উক্ত মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগীতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে সকলকে ধন্যবাদ জানান।  আগামী ২৫/০২/১৯ইং বাঁশখালী উপজেলার নাপোড়া আম্বিয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসা সারাদিন ৮ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে ফ্রি: মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। যোগাযোগা: ০১৭১৫-৬৭৪৮৬৮।