মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের উপজাতি পল্লীর নতুন চাক পাড়ায় সোমবার রাতে বন্য হাতি আক্রমন চালিয়ে এক বসত ঘর গুড়িয়ে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক চাইহ্লা থোয়াই চাক বলেন,১৮ ফেব্রুয়ারী সোমবার রাতে ভাত খেয়ে সবাই ঘুমে ছিলাম। গভীর রাতে বন্যহাতির একটি দল এসে তান্ডব চালিয়ে বসত ঘরটি গুড়িয়ে দেয়। এ সময় আমরা আচ করতে পেরে বাড়ির লোকজন কৌশলে পালিয়ে রক্ষা পায়। পালানোর সময় বৃদ্ধা মা ধুং মা চাক আহত হয়। বন্য হাতির দলটি ঘরে রক্ষিত বিভিন্ন মালামাল নষ্ট করে বাড়ীতে রক্ষিত ধান, চাল খেয়ে ফেলে।

বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাৎক্ষনিক নগদ টাকা দেন এবং পরিষদের পক্ষ থেকে ও আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, ইউপি সদস্য আবদুর রহিম, আবু তাহেরসহ গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।