আলমগীর মানিক,রাঙামাটি :

রাঙামাটির লংগদু উপজেলাধীন ভাসাইন্যা আদম এলাকায় বন্য হাতির আক্রমনে ছয় বছর বয়সী কন্যা শিশু মারা গেছে। সোমবার বিকেল পৌনে তিনটার সময় নিহত হওয়া শিশুর নাম মরিয়ম বেগম। সে এলাকার বাসিন্দা আব্দুস সালাম ও হাসিনা বেগমের কন্যা।

স্থানীয়রা জানিয়েছে, মরিয়ম সকালে তার মা হাসিনা বেগমের সাথে জ্বলানী কাঠের খোঁজে পাহাড়ে গিয়েছিলো, কাঠ নিয়ে ফেরার পথে দুপুর পৌনে তিনটার সময় একদল বন্যহাতির সামনে পড়ে যায়। এসময় পালিয়ে যেতে চাইলে হাতির পাল তাকে ঘিরে ধরে। পরে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নির্মমভাবে নিহত হয় ছোট্ট শিশুটি। স্থানীয়রা জানায় হাতির পায়ের আঘাতে শিশুটির মাথা থেতলে যায়। এসময় শিশুটির মায়ের চিৎকারে স্থানীয়রা দলবদ্ধভাবে এগিয়ে এলে হাতির পাল গহীন অরন্যের দিকে চলে যায়।

স্থানীয় বাসিন্দারা জানায়, প্রায় সময়ই এই এলাকাটিতে বন্যহাতির পাল হামলা চালিয়ে ফসলি জমি ধ্বংসের পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষতি করে। মূলতঃ জুম চাষের ফলে প্রাকৃতিক বন ধ্বংসের কারনে বন্যপ্রাণীদের আহার সংকটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। বিগত দুই দশক ধরেই খাবারের খোঁেজ বন্যহাতি পালটি প্রায় সময় লোকালয়ে প্রবেশ করে হামলা চালাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে।