মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সারাদেশের এ ক্যাটাগরি ২৬ টি জেলার মধ্যে ই-ফাইলিং এ কক্সবাজার জেলা প্রশাসন দ্বিতীয় স্থান অর্জন করেছে। চলতি ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পনের তারিখ পর্যন্ত অর্ধমাসের পরিসংখ্যানে এ অর্জন লাভ করেছে। কক্সবাজার জেলা প্রশাসনের আইটি শাখা সুত্রে রোববার ১৭ ফেব্রুয়ারি এ তথ্য জানা গেছে। পরিসংখ্যান অনুযায়ী কক্সবাজার জেলা প্রশাসনে ই-ফাইল গৃহীত হয়েছে ৩১১৪ টি, নিষ্পন্ন হয়েছে ২৬৬৩ টি, স্বউদ্যোগে সৃজিত নোট দেয়া হয়েছে ৯৬৬ টি, ডাকযোগে সৃজিত নোট দেয়া হয়েছে ২০৯১ টি, নিষ্পন্ন হয়েছে ২১২৮ টি, আন্তসিস্টেম কর্ম হয়েছে ৩২৬ টি, ই-মেইল ও অন্যান্য কর্ম হয়েছে ১০৩৮ টি, এ জাতীয় মোট কর্ম হয়েছে ১৩৬৪ টি এবং পত্রজারী হয়েছে ১৪০৮ টি। ই-ফাইলিং এ ২৬ টি এ ক্যাটাগরির জেলায় উল্লেখিত সময়ে পাক্ষিক পরিসংখ্যানে প্রথম হয়েছে কুমিল্লা জেলা প্রশাসন ও তৃতীয় হয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। ই-ফাইলিং এ সারাদেশে কক্সবাজার জেলা প্রশাসন দ্বিতীয় স্থান অধিকার করার প্রতিক্রিয়ায় কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন-এ অর্জন সম্ভব হয়েছে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী অত্যান্ত আন্তরিকতার সাথে সেবা গ্রহীতাদের সেবাদানে অধিক মনোযোগী, তৎপর, দায়িত্বশীল ও পেশাদারিত্বের জন্য। এ অর্জনে জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন-এ প্রাপ্তি জেলা প্রশাসনের সবাইকে প্রেরণা ও প্রত্যয়ে সমৃদ্ধ করবে। তিনি বলেন-সারাদেশে দ্বিতীয় সেরা হয়েছি সেটা বড় কথা নয়-দাপ্তরিক সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি কিনা, সেটাই বড় কথা। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ভবিষ্যতে ই-ফাইলিং এ দেশসেরা হওয়ার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।