মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহিন আক্তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপিকে বলেছেন-নাফ নদীতে মাছ ধরার উপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা থাকায় টেকনাফ ও দক্ষিণ উখিয়ার জেলেরা বেকার হয়ে পড়েছে। মাছ ধরে জীবিকা নির্বাহ করতে নাপারায় এখানকার জেলেরা অসহায় হয়ে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবনযাপন করছে। শাহিন আক্তার এমপি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে নাফ নদীতে মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে স্থানীয় গরীব দুঃস্থ জেলেদের জীবন জীবিকার ব্যবস্থা করতে অনুরোধ জানান। এমপি শাহিন আক্তার স্বরাষ্ট্রমন্ত্রী কে আরো বলেন-আমার নির্বাচনী এলাকা টেকনাফ ও উখিয়া মাদকের অভিশাপে দুর্নাম ও কলংকগ্রস্থ। সবখানেই বলা হয়-টেকনাফ মাদকের নগরী, মাদক পাচারের তীর্থভূমি। অথচ উখিয়া-টেকনাফে কোন মাদক তৈরী হয়না। পার্শ্ববর্তী দেশ থেকেই মূলত: এসব মাদক এ অন্ঞ্চলে ঢুকে। কিন্তু আমার সংসদীয় আসন টেকনাফের শাহপীররদ্বীপ থেকে উখিয়ার উত্তর বালুখালী ও নাইক্ষ্যছড়ীর উত্তর ঘুমধুম পর্যন্ত দীর্ঘ ৭২ কিঃমিঃ সীমান্ত উন্মুক্ত রয়েছে। বর্ষাকালে এই উন্মুক্ত সীমান্ত বিজিবি’র পক্ষে যথাযথভাবে পাহারা দেয়া সম্ভব হয়ে উঠেনা। তাই বর্ষাকালে মাদক ও বিভিন্ন নিষিদ্ধ পণ্য মায়ানমার থেকে এই সীমান্ত দিয়ে সহজেই এখানে প্রবেশ করে থাকে। এজন্য এই দীর্ঘ সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধে ও দেশের সার্বিক নিরাপত্তায় শক্ত করে দুর্ভেদ্য কাঁটাতারের বেড়া দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি কে শাহিন আক্তার এমপি অনুরোধ জানান। একই সাথে শাহপরীর দ্বীপ থেকে বালুখালী পর্যন্ত বেড়ীবাঁধটি এইচবিবি অথবা বিটুমিনাস কার্পেটিং করে দেয়ার উপর গুরুত্বারোপ করে এমপি শাহিন আক্তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি কে বলেন-এসব প্রস্তাব বাস্তবায়ন করলে মাদক ও নিষিদ্ধ পণ্য আসা রোধ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান অনেক বৃদ্ধি পাবে বলে তিনি জানান। এমপি শাহিন আক্তারের প্রস্তাবিত অনুরোধের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল প্রস্তাব সমুহ অত্যন্ত গুরুত্ব সহকারে সক্রিয়ভাবে বিবেচনা করবেন বলে এমপি শাহিন আক্তারকে জানান। শনিবার ১৬ ফেব্রুয়ারী ১০২ জন ইয়াবাবাজের টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে আনুষ্ঠানিক আত্মসমর্পণ অনুষ্ঠান শেষে টেকনাফ মডেল থানায় মাটিনের কূপ সংলগ্ন প্রাঙ্গণে আয়োজিত মধ্যাহৃভোজে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি কে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহিন আক্তার এই অনুরোধ জানান। মধ্যাহৃভোজে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি ও শহিন আক্তার এমপি এক টেবিলে বসে সামনা সামনি মধ্যাহৃভোজে অংশ নেন। টেকনাফ মডেল থানার একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। মধ্যাহৃভোজে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খোন্দকার গোলাম ফারুক বিপিএম-বার পিপিএম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সহ বিশিষ্টজনেরা অংশ নেন।