ডেস্ক নিউজ:
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে বন্ধ হলো অনলাইনে জুয়া খেলার ১৭৬টি সাইট। রোববার থেকে জুয়াড়িরা এসব সাইটে প্রবেশ করে জুয়া বা বা বেটিং করতে পারছেন না।

বিকেলে অনলাইনে জুয়া খেলার বা বেটিংয়ের ১৭৬টি সাইট বন্ধ করা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

ইমদাদুল হক বলেন, ১৭৬টি সাইট বন্ধ করতে বিভিন্ন পর্যায়ের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। আজ তা কার্যকর করা হয়েছে।

আরও কিছু জুয়া ও বেটিং সাইট বন্ধের নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার দেশে পর্নোসাইট বন্ধের ঘোষণা দেন। এরপরই বিটিআরসি এ বিষয়ে তৎপর হতে থাকে। ইতোমধ্যে বিটিআরসি কয়েক দফায় প্রায় চার হাজার পর্নোসাইট বন্ধ করেছে।