মোঃ ফারুক, পেকুয়া:
পেকুয়ায় মাতামুহুরী ছরার উপর নির্মিত ( পেন্ডির বর ব্রীজ) ব্রীজে গর্ত হয়ে ভেঙ্গে পড়ে যাচ্ছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

স্কুল, মাদ্রাসার দুই সহস্রাধিক শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী এ ব্রীজ দিয়ে চলাচল করলে তবুও যেন দেখার কেউ নেই। যার কারণে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।

শিলখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ এরশাদ, মিশকাত, জায়েদ, তাবাচ্ছুমসহ অারো কয়েকজন বলে, অামরা খুব কষ্ট নিয়ে ব্রীজটি দিয়ে পারাপার করি। গাড়ি অাটকিয়ে গেলে চলাচল বন্ধ হয়ে যায়। অামরা ব্রীজটি নিয়ে অনেক ফেসবুকে দিয়েও কর্তৃপক্ষের দৃষ্টি অাকর্ষন হচ্ছেনা। ব্রীজটি সংস্কার করার জন্য মাননীয় সাংসদ ও সংশ্লিষ্ট কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করছি।

শিলখালী স্কুল ষ্টেশনের ব্যবসায়ী অাবদু জব্বার ও শিক্ষক জাহেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ব্রীজটি গর্ত হয়ে ঝঁকিপূর্ণ হয়ে পড়েছে। অপরিচিত অনেক গাড়ি চালক ব্রীজটিতে দূর্ঘটনার শিকার হয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা চাইলে অস্থায়ীভাবে ব্রীজটি মেরামত করতে পারে। ব্রীজটি এভাবে রেখে দেওয়া নিরাপদ নয়। আশা করছি যথাযথ কর্তৃপক্ষ ব্রীজটি উপর নজর দিবেন।

উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ জাহেদুল ইসলাম বলেন, অামরা দ্রুত ব্রীজটি সংস্কার করার উদ্যোগ নিয়েছি। সড়ক সংস্কার করার সময় ব্রীজটির কাজ করা হবে।