মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ বলেছেন-বিচার বিভাগ জম্ম থেকেই একটি বৃক্ষে দু’টি ডাল।  তার একটি হচ্ছে বিচারক, অপরটি হচ্ছে আইনজীবী। কক্সবাজারে এ দু’টি ডাল বেন্ঞ্চ ও বারের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা নিঃসন্দেহ চমৎকার ও অসাধারণ। এধরনের সুসম্পর্ক বিচারপ্রার্থীদের সুবিচার প্রাপ্তি স্বল্পসময়ে নিশ্চিত করে। তিনি নবীন আইনজীবীদের উদ্দ্যেশে বলেন-একজন আইনজীবী দু’বার জন্মগ্রহণ করেন। একবার তার মাতা পিতা জম্ম দেন, আরেকবার সেই আইনজীবীর চেম্বার সিনিয়র জম্ম দেন। তাই সিনিয়রদের গুরুত্ব দিয়ে নবীনদের সবসময় শিখতে হবে।কারণ সিনিয়রেরা বেশী অভিজ্ঞ, জ্ঞানী। তারা জানেন বেশী। আর সিনিয়রদের ও তিনি জুনিয়রদের পুত্র স্নেহে শেখানোর অনুরোধ করেন। জানার ও শিখার মধ্যে লজ্জা নেই। লজ্জা আছে নাজেনে ভূল করায়। তিনি বলেন-হজরত আলী (রঃ) বলেছেন-একটি শব্দ যার কাছে জানা যায়, তার কাছেই তিনি দাশ হয়ে যেতেন।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি শুভেচ্ছা বক্তব্যে একথা বলেন। শনিবার ১৬ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ একটি গান ও একটি কবিতা আবৃতি করেন। অনুষ্ঠানে যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান কবিতা আবৃতি, সিনিয়র সহকারী জজ আলাওল আকবর গান, সিনিয়র জুডিয়াসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ কবিতা আবৃতি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন গান, এডভোকেট আবু হায়দার ওসমানী, এডভোকেট প্রতিভা দাশ, এডভোকেট ওসমান গনি, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, এডভোকেট, শওকত ওসমান, এডভোকেট রুহুল কাদের, এডভোকেট জাহেদুল ইসলাম জাহেদ, এডভোকেট মোজাফফর আহামদ হেলালীর কন্যা ইফতি প্রমুখ গান পরিবেশন করেন। এর আগে একইদিন সকাল ৯ টা থেকে রাত ৮ পর্যন্ত সমিতির সভাপতি এডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রাত্রে সমিতির সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। এডভোকেট প্রতিভা দাশ ও এডভোকেট একরামুল হুদা’র সন্ঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্নেল (অব.) ফোরকান আহামদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকত্রয়, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহামদ, এডভোকেট একরামুল হুদা, জেলা জজশীপ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রায় সকল বিচারক, স্টাফ, আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।