সাইফুল ইসলাম 

মাদকের ভয়াবহতা নিয়ে এবার প্রতিটি স্কুল,কলেজ,মসজিদ,মাদ্রাসায় শিক্ষার্থী ও তাদের অভিভাবক নিয়ে বিশেষ সভা অায়োজন করা এখন সময়ের দাবী। বিশেষ করে স্কুল,কলেজ,মক্তব, মাদ্রাসায় শিক্ষকগণ শ্রেণিকক্ষে নিয়মিত পাঠের পাশাপাশি অল্প সময় যদি মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের  মাঝে অালোচনা করেন তাহলে অনেক সুফল আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

মসজিদে জুমার নামাজের রয়ানে কুরআন- হাদীসের আলোকে ইমাম সাহেবগণ মাদক গ্রহণ,সেবন, বিক্রি নিয়ে আল্লাহ প্রদত্ত শাস্তি নিয়ে আলোচনা করতে পারেন। আর এটি হবে মাদক প্রতিরোধের অন্যতম সামাজিক আন্দোলনের অংশবিশেষ। শুধুমাত্র প্রশাসন দিয়ে এই ব্যবসা সমূলে কখনো ধ্বংস ও প্রতিরোধ করা যাবেনা। আজকে যারা লোভের বশবর্তী হয়ে এই পেশায় জড়িত হয়ে সামাজিকভাবে হেয় আর রাষ্ট্রীয়ভাবে দাগী হয়ে অবশেষে নিজেদের ভুল বুঝতে পেরে এই ব্যবসা ছেড়ে অাত্মশুদ্ধির পথ খোঁজছেন তাদের থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হওয়া অতীব জরুরী । যখন রাষ্ট্রীয়ভাবে মাদকের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে তখন আর বসে না থেকে আন্তরিকতার সহিত সামাজিকভাবেও আন্দোলন শুরু করে দিলে এই ব্যবসা সমাজ ও রাষ্ট্র থেকে চিরতরে বিলীন হয়ে যাবে। আর সমাজ ও রাষ্ট্রের গায়ে লাগা দাগ সহজে উঠে যাবে। সমাজ কলঙ্কমুক্ত ও রাষ্ট্র অপবাদের ভার মুক্ত হবে।

লেখক: শিক্ষক, টেকনাফ।