য়ুগান্তর : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের একদিনের মাথায় দিনাজপুরের খানসামা উপজেলার এক জামায়াত নেতা পদত্যাগ করেছেন। তার নাম বখতিয়ার উদ্দীন।

তিনি ছাত্রশিবির নীলফামারী শাখা জেলার সাবেক সভাপতি ও ভেড়ভেড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ছিলেন।

খানসামা উপজেলা জামায়াতের আমির বরাবর পদত্যাগপত্রে বখতিয়ার উদ্দিন উল্লেখ করেন, ১৯৯০ সালে আমি জামায়াতে ইসলামীতে যোগদান করি। ১৯৭৭ সালে আমার জন্ম হওয়ায় স্বাধীনতার বিষয়ে অস্পষ্টতা থেকে যায়।’’

১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগপত্র বিভিন্ন সংবাদমাধ্যমে দেখে নিজের ভুল বুঝতে পেরে তিনি জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের সব সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

এ বিষয়ে খানসামা উপজেলা আমির আব্দুল্লাহ আল কাফী জানান, পদত্যাগ করার জন্য রোকন হতে হয়। আর আমি এ ব্যাপারে শুনেছি। তবে এখনো পদত্যাগপত্র পাইনি।