শাহেদ মিজান, সিবিএন:

পুলিশের দায়ের করা দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে টেকনাফে আত্মসমর্পণকারী ১০২জন ইয়াবা ব্যবসায়ীকে। এছাড়া যেসব আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে পুরাতন মামলা রয়েছে সেগুলোও স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে। আত্মসমর্পণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পুলিশের সূত্র এমনটি জানিয়েছেন।

শনিবার সকাল ১০টায় শুরু হওয়া আত্মসমর্পণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন ১০২জন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক ইয়াবা ব্যবসায়ী। তাদের মধ্যে ২৯জন গড়ফাদার। আইজিপি জাবেদ পাটোরির হাতে ৩লাখ ইয়াবা, ৩০টি অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে এসব ইয়াবা ব্যবসায়ীরা। তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও আইজিপি জাবেদ পাটোরি।

জানা যায়, শনিবার (১৬ ফেব্রুয়ারি) আত্মসমর্পণের দিনই তাদের নামে দুটি মামলার প্রস্তুতি নিয়েছে পুলিশ। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বাদী হয়ে মামলাটি দায়ের করা হবে। এর একটি ইয়াবা মামলা, অন্যটি অস্ত্র আইনে। তবে দুটি মামলার ক্ষেত্রেই সরকারি আইনি সহায়তা পাওে আত্মসমর্পণকারীরা।

কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সভাপতিত্ব চলমান এই আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রধান আলোচক হিসেবে রয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম।

বিশেষ অতিথি হিসেবে রয়েছেন- চট্টগ্রাম রেন্ঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ, কক্সবাজার জেলার চারটি আসনের সংসদ সদস্য জাফর আলম, আলহাজ্ব আশেকউল্লাহ রফিক, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, শাহীন আক্তার চৌধুরী, বিজিবি’র রিজিওনাল চীফ, ব্যাটালিয়ন চীফ, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুুজিবুর রহমান রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের বিপুল সুধী উপস্থিত রয়েছেন।