বিশেষ প্রতিবেদক:
নিজেরা আত্মসমর্পণ না করলেও ঠিকই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সরকারের বিভিন্ন বিভাগের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীরা।
শনিবার সকালে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শুরু হওয়া আত্মসমর্পণ অনুষ্ঠানে দর্শক সারির দ্বিতীয় লাইনে চেয়ারে বসে থাকতে দেখা গেছে তালিকাভুক্ত ইয়াবা কারবারি জাফর আহমদকে।
তিনি টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামী লীগের সহসভাপতি। অনুষ্ঠানে জাফর আহমদের ছেলে টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া রয়েছেন।তিনিও তালিকাভুক্ত।
এ ছাড়াও অনেক ইয়াবা কারবারি ওই অনুষ্ঠানে উপস্থিত দেখা গেছে।
তবে, আত্মসমর্পণ অনুষ্ঠানে আব্দুর রহমান বদি উপস্থিত হননি।
আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রধান আলোচক হিসেবে রয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম।
বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম রেন্ঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ, কক্সবাজার জেলার চারটি আসনের সংসদ সদস্য জাফর আলম, আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, শাহীন আক্তার চৌধুরী, বিজিবি’র রিজিওনাল চীফ, ব্যাটালিয়ন চীফ, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রধান, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মেয়র মুুজিবুর রহমান রহমান উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে থাকবেন।