বিশেষ প্রতিবেদক:
টেকনাফে আত্মসমর্পণ করতে যাওয়া ১০২ জনের মধ্যে ৩০ জন গডফাদার রয়েছে। বাকি ৭২ জন ইয়াবা ব্যবসায়ী।

আজ শনিবার সকালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে নির্ধারিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে তারা আত্মসমর্পণ করবে।

যে ৩০ ইয়াবা গডফাদার আত্মসমর্পণ করবেন তারা হলেন-সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ৪ ভাই আব্দুর শুক্কুর, আব্দুল আমিন, শফিকুল ইসলাম শফিক, ফয়সাল রহমান, বদির ভাগিনা সেহেদ রহমান নিপু, বদির ভাগিনা পৌর কাউন্সিলর নুরুল বশর নুরশাদ, বদির বেয়াই সাহেদ কামাল, বদির ফুপাতো ভাইয়ের ছেলে কামরুল হাসান রাশেল।

হ্নীলার নুরুর হুদা মেম্বার, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলমের ছেলে দিদার মিয়া, ডেইল পাড়ার দুই সহোদর আব্দুল আমিন ও নুরুল আমিন, এনামূল হক এনাম মেম্বার, একরাম মেম্বার, সৈয়দ হোসেন মেম্বার, সাবারংয়ের মৌলভি বশির আহম্মদ, পল্লান পাড়ার শাহ আলম, জালিয়া পাড়ার মোজাম্মেল হক ও জুবায়ের হোসেন, নজির পাড়ার আব্দুর রহমান, ইয়াবা ডন সাইফুর করিমের দুই শ্যালক গুদারবিলের জিয়াউর রহমান ও আব্দুর রহমান।

হ্নীলা বাজার পাড়ার মোহাম্মদ শাহ, পশ্চিম লেদার নুরুল কবির, পৌর এলাকার মারুফ বিন খলিল বাবু, মোহাম্মদ ইউনুস, হ্নীলার সৈয়দ হোসেন সৈয়দু, জামাল মেম্বার, শাহাপরীর দ্বীপের রেজাউল করিম রেজু মেম্বার ও হাসান আব্দুল্লাহ।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জেলা বিশেষ শাখা, কক্সবাজারের তালিকাভুক্ত ৬৭ জন মাদক ব্যবসায়ী জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন।