ইমাম খাইর, সিবিএন
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কক্সবাজার থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক।

বাংলাদেশ আওয়ামী লীগের একটি সুত্রে এ তথ্য জানা গেছে।

সুত্রটি জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা হয়।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। যেহেতু এসব প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাই শনিবার বিকেলেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে গণ্য হবেন।

কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার তালিকা ১৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল ১১ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৬ ফেব্রুয়ারি, ভোটগ্রহণ ৪ মার্চ। তবে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটগ্রহণ করা হবে না।