মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

“আনন্দ সুখের উল্লাসে ঘুরে ঘুরে দেখবো মনের মতো সুন্দর দেশটকে”-এই প্রতিপাদ্য নিয়ে কক্স ক্যামব্রিয়ান স্কুলের বার্ষিক শিক্ষা সফর মাতিয়েছে শত শত শিক্ষার্থী, অভিভাবক, সুধী, বিশিষ্টজনদের কোলাহল আর কলকাকলীতে। শুক্রবার ১৫ ফেব্রুয়ারি শিক্ষা সফরের স্থান ছিল কক্সবাজার-টেকনাফ সড়কের প্রবেশমুখ রামু উপজেলার চেইন্দা এ্যামিউজমেন্ট ক্লাব। কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছরাস্থ এবিসি ঘোনা চেয়ারম্যানঘাটা আমিন ম্যানশনস্থ স্কুল প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু সকাল ৯ টায়। গাড়িতেই স্বাস্থ্যকর মানসম্মত খাবার পরিবেশনা। গাড়িতেই শব্দযন্ত্রে বাজানো হয় মনকাড়া সব গান। যেন প্রাণ ছুঁয়ে যায়। পৌনে একঘন্টার মধ্যেই পিকনিক স্পট এ্যামউজমেন্ট ক্লাবে পৌঁছে গেল গাড়ি। গাড়ি থেকে নেমে কোমলমতি শিক্ষার্থীদের আনন্দ উল্লাস দেখে মনে হলো দীর্ঘদিনের বন্দীশালা থেকে বন্দীরা যেন মুক্তি পেয়েছে। পার্কের সকল রাইডসে শিশু শিক্ষার্থীদের উঠানামায় মনে হচ্ছিল পাখিরাই কলকাকলীতে মুখরিত করছে ক্লাব অঙ্গন। শিশুদের বিনোদনের জন্য একটি যথোউপযুক্ত একটা স্থান। দুপুর গড়াতেই পবিত্র জুমার নামাজের বিরতি। এরপর মধ্যাহৃভোজের আয়োজন। মধ্যাহৃভোজে রুচি ও স্বাস্থ্যসম্মত রেসিপির খাওয়াদাওয়ার স্বাদ তো জিহ্বায় যেন লেগে রয়েছে। বৈচিত্র্যময় মজাদার র‍্যাফেল ড্র এর অনুভূতি তো ভূলার মতো নয়। র‍্যাফেল ড্রর লটারীতে টিকেটের নাম্বার উটা মানে উল্লাসে ফেটে পড়া। যেন স্বর্গে যাওয়ার টিকেট পেলো। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর প্রানান্ত সব পরিবেশনা। পেশাদার শিল্পী, ক্ষুদে শিক্ষার্থী, অভিবাবক, সূধীজনের পরিবেশনা যেন আগে থেকেই রিহার্সেল দেয়া ছিল।সবমিলিয়ে কক্সবাজারের শিক্ষার মশালের আলো বিতরনকারী ঐতিহ্যবাহী কক্স ক্যামব্র্যারিয়ান স্কুলের দিনব্যাপী শিক্ষা সফর ছিল নিঃসন্দেহে আনন্দময়, মজার, শিক্ষনীয়, নান্দনিক ও উপভোগ্য। প্রাণের আনন্দে সবকিছুতেই ছিল উপচেপড়া উৎসাহ আর উদ্দীপনা। এই আনন্দময় শিক্ষা সফরকে যাঁরা সর্বোচ্চ উপভোগ্য করে তুলতে প্রাণপন চেষ্টা ও পরিশ্রম করেছেন তারা হলেন-স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আতাউর রহমান বুলবুল, প্রধান শিক্ষক কফিল উদ্দিন, সিনিয়র শিক্ষক নুরুল আমিন, শিক্ষক জুয়েল রানা, পারভীন আকতার, মোহাম্মদ রমিজ, মোহাম্মদ ফেরদৌস, কর্মচারী মর্জিনা আকতার প্রমুখ।