মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি: 
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোণারপাড়া জিরো পয়েন্টে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীর কাছ থেকে ২৪৯পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে চার রোহিঙ্গা নাগরিককে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঐ রোহিঙ্গা  ক্যাম্পের নেতারা তাদের আটক করে তুমব্রু বিজিবির বিওপিতে হস্তান্তর করেন। আটককৃতরা হলো- মামুনুর রশিদ (১৯)  জহুর আলম (১৮) করিম (১৭) ও আলাউদ্দিন (১৬)।

তুমব্রু কোনার পাড়া শরনার্থী শিবিরের রোহিঙ্গা নেতা মো. আরিফ হোসেনসহ অনেকে জানান- প্লাস্টিক মোড়ানো ২৪৯টি ইয়াবাসহ চার রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। আটক চার রোহিঙ্গা
মিয়ানমারের ঢেকিবনিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আটকের পর তাদের কক্সবাজার ৩৪ বিজিবির আওতাধীন তুমব্রু বিওপি কমান্ডার মো. মজিবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।