
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
শনিবার ১৬ ফেব্রুয়ারি সকাল ১০ টায় টেকনাফ মডেল হাইস্কুল মাঠে ইয়াবাবাজদের আত্মসমর্পণ অনুষ্ঠান দেখভাল করতে পুলিশের চট্টগ্রাম রেন্ঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম বুধবার সন্ধ্যায় কক্সবাজার পৌঁছেছেন। তিনি আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজার অবস্থান করবেন। সড়কপথে ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম-কক্সবাজার আসার পথে তিনি চকরিয়া মডেল থানা পরিদর্শন করেন। এর আগে বুধবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম ইউনিট কমান্ডের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি অংশ নেন। কক্সবাজার জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে।