॥ বলরাম দাশ অনুপম ॥

পর্যটন জেলা কক্সবাজারের সর্বপ্রথম অনলাইন পত্রিকা কক্সবাজার নিউজ.কম বা সিবিএন। যে নামেই পরিচিত হোক না কেন সে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী। সত্যিই আনন্দের। কক্সবাজার জেলা ছাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল পেরিয়ে সিবিএন আজ বিস্তৃত বিশ্বব্যাপি। কক্সবাজারের প্রবাসীদের অনলাইন সংবাদ মাধ্যমের তালিকায় বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে কক্সবাজার নিউজ.কম। আমার কলেজ জীবনের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক আকতার চৌধুরী হচ্ছেন এই পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক। অন্যদিকে এক সময়ের রাজনৈতিক গুরুও বটে। কলেজ কিংবা রাজনেতিক জীবনে যতটা সান্নিধ্যে পায়নি ততটা সদা হাসোজ্জ্বল সাদা মনের এই মানুষটির কাছে যাওয়ার সুযোগ হয়েছে সিবিএন-এ আমার মত ছোট্ট সংবাদকর্মীর সংবাদ যখন থেকে আমার প্রাণের প্রিয় অনলাইন সিবিএন-এ প্রকাশ হওয়া শুরু হয়েছে। এমন একজন সুন্দর মন ও প্রাণের মানুষের সাথে সখ্যতা আমার জীবনে যেন এক অমূল্য সম্পদ। এতক্ষণ উপরে যেকথাগুলো বলছিলাম কিংবা লিখছিলাম তা আবার আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু অধ্যাপক আকতার চৌধুরীকে বড় করার জন্য নয়। বাস্তবতার নিরিখে, সত্যের সন্ধানে যে মানুষটি প্রতিনিয়ত আমাকে সৎ পথে এবং বস্তুনিষ্ট সংবাদকর্মী হওয়ায় তাগাদা দিয়েছেন তাঁর বাস্তব কথাটা না বললেই যেন নিজেকে অনেক ছোট মনের মানুষ মনে হয়। আশা করবো অধ্যাপক আকতার চৌধুরীসহ সিবিএন পরিবারের যারা রয়েছেন (পরিবারের আমিও একজন সদস্য) তাদের সমন্বিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এ পরিবারটির যাত্রা অনেক দূর এগুবো, যে পথে পা বাড়িয়ে সিবিএন-এর বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে এগিয়ে যাবে কক্সবাজারের উন্নয়ন, সমৃদ্ধি ও পর্যটন শিল্পের প্রসার। এ কামনায় শেষ করছি। লেখায় ভুল ক্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

(লেখক-সংবাদকর্মী, কক্সবাজার।