জনপ্রিয় কক্সবাজার নিউজ ডটকম সিবিএন অনলাইনে গতকাল ও বিভিন্ন স্থানীয় পত্রিকায় উপরোক্ত শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃস্টিগোচর হয়েছে।সংবাদটি সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও শাক দিয়ে মাছ ঢাকার সামিল।। সংবাদে ব্যবসায়ীদের কাছ থেকে মোবাইল ফোনে চাঁদা দাবী না দিলে মেরে ফেলার হুমকি দিয়েছি বলে প্রকাশ করলে ও কোন সম্মানিত ব্যবসায়ীর নাম উল্লেখ করেননি।কারন সংবাদটি শুধু মাত্র সত্যকে আড়াল করতে প্রকাশ করা হয়েছে।।
প্রকৃত ঘটনা হচ্ছে ঈদগড় বদরমোকাম গ্রামের মৃত-নুরুল হকের পুত্র ঈদগড় বাজারের ব্যবসায়ী নুরুল আমিন আমাকে পাসপোর্ট করে দেওয়ার জন্য বিগত ১ বছর পুর্বে আমার মার কাছ থেকে ৯ হাজার আমার কাছ থেকে ১৫ হাজার সর্বমোট ২৪ হাজার টাকা গ্রহন করে আজ পর্যন্ত পাসপোর্ট আমাকে দেননি।  আমি যখন পাসপোর্টের জন্য চাপ দিচ্ছি ঠিক তখনই আমার বিরুদ্ধে এই রকম জঘন্য সংবাদটি প্রকাশ করলেন।
আমি এই রকম পাসপোর্ট করে দেওয়ার নাম ভাঙ্গিয়ে টাকা আত্বসাৎকারী দালালের বিরুদ্ধে দৃস্টান্তমুলক শাস্তি ও আমার টাকা ফেরত পেতে সকলের সহযোগিতা কামনা ও মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।
প্রতিবাদকারী
হেলাল উদদীন
পিতা-হোছন আহাম্মদ
গ্রাম-পুর্ব হাসনাকাটার
ঈদগড়-রামু
কক্সাবাজার