ক্যাপশন : মনোনয়নপত্র সংগ্রহ করছেন,মহিলা আওয়ামীলীগ নেত্রী কুলসুমা বেগম

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলায় তিন পদের পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার নব বিন্দু নারায়ন চাকমার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এ সময় পকর্মী ও সমর্থকগনও উপস্থিত ছিলেন।

নির্বাচন অফিস সূত্র জানায়, তফশীল ঘোষনার পর মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা আহমদ ও মো. আলমগীর। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজিজনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি কুলসুমা বেগম। ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব আলী ও আজিজনগর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা সামশুল ইসলাম রয়েছেন। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে ১৮ ফেব্রুয়ারী মনোনয়নপত্র জমা দানের শেষ দিন, ২০ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন, ২৭ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ১৮ মার্চ উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে। পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের সত্যতা সহকারী রিটার্নিং অফিসার ও লামা উপজেলা নির্বাচন অফিসার নব বিন্দু নারায়ন চাকমা নিশ্চিত করেন।