মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন (বিপিএম) বলেছেন-বাংলাদেশ হচ্ছে-বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তার মাঝে, কক্সবাজার হচ্ছে- সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অসাধারণ আদর্শ এলাকা। কারণ কক্সবাজারে স্থানীয় সকল সম্প্রদায়ের মানুষ একত্রে শান্তিপূর্ণ বসবাস ছাড়াও প্রায় ১৪ লাখ মায়ানমারের স্বদেশে নির্যাতিত রোহিঙ্গা নাগরিককে কক্সবাজারের নাগরিকেরা তাদের নিজস্ব আবাসভূমিতে আশ্রয় দিয়েছে। যেখানে ইসলাম ধর্মের অনুসারী ছাড়াও হিন্দু এবং বৌদ্ধ ধর্মালম্বীও রয়েছে। কক্সবাজার একটি ঘনবসতিপূর্ণ ছোট্ট এলাকা সত্বেও মায়ানমার থেকে আগত শরনার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি শান্তিপূর্ণ বসবাস নিঃসন্দেহে সারাবিশ্বে একটা উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে। যেজন্য কক্সবাজারবাসী বর্হিবিশ্বের দরবারে আজ প্রশংসিত ও গর্বিত। মানবিক গুনাবলীসম্পন্ন নাগরিক হিসাবে কক্সবাজারবাসী সর্বত্র সুখ্যাতি পেয়েছে।
পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন সাহসিকতায় বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন পুরস্কার বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) পদক পাওয়ায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু’র নেতৃত্বে পুস্পস্তবক দিয়ে অভিনন্দন জানানোর জবাবে এসপি এ.বি.এম মাসুদ হোসেন একথা বলেন। সোমবার ১১ ফেব্রুয়ারি কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেন্ঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীপক বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কার্যালয়ের কর্মকর্তা মংথেলা রাখাইন উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় পদক বিপিএম ও দু’টি দুর্লভ আইজি সম্মাননা প্রাপ্ত এসপি এ.বি.এম মাসুদ হোসেন (বিপিএম) এসময় কক্সবাজারের আইনশৃঙ্খলা সুরক্ষায় সর্বস্থরের সম্মানিত নাগরিকদের সহযোগিতা কামনা করেন। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু এসপি এ.বি.এম মাসুদ হোসেনকে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন ও তাঁর এ বিশাল অর্জনে কক্সবাজার জেলাবাসীও গর্ববোধ করছে বল জানান। এ সম্মাননা পুলিশের প্রতি গণমানুষের আস্থা ও বিশ্বাসকে আরো বাড়াবে উল্লেখ করে দিপংকর বড়ুয়া পিন্টু এসপি এ.বি.এম মাসুদ হোসেন, জেলা পুলিশ ও তাঁর পরিবারের সার্বিক সাফল্য কামনা করেন। এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু বিগত দিনে কক্সবাজার জেলায় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও তাঁদের বিভিন্ন অনুষ্ঠানমালায় জেলা পুলিশের সক্রিয় সহযোগিতার জন্য এসপি এ.বি.এম মাসুদ হোসেনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।