লোহাগাড়া প্রতিনিধি:

লোহাাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলাম সোমবার বেলা ১২টায় হঠাৎ ছুটে গেলেন লোহাগাড়া উপজেলার চুনতি মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয়ে। খোঁজ নেন শিক্ষা ব্যবস্থার। শিক্ষকদের সাথে কথা বলে জানতে পারলেন ওই বিদ্যালয়ে নবম শ্রেণি চালু রয়েছে। সঙে সঙে নবম শ্রেণিতে ক্লাস নেওয়ার আগ্রহ প্রকাশ করনে।

বিদ্যালয়ের শিক্ষক ক্লাসে আমন্ত্রণ জানান। ক্লাসে গিয়ে নিজের পরিচয় তুলে ধরে পাঠদান শুরু করেন। শিক্ষার্থীরাও তাঁর পাঠদান মনোযোগ সহকাওে শুনতে শুরু করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যশে বলেন. লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চায় হতে হবে। তোমরা আগামী দিনের কান্ডারী। আগামী প্রজন্মরা তোমাদেও দিকে চেয়ে আছে। আগামী দিনে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করবে। নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতি গঠনে তোমরাই অবদান রাখবে। বিশেষ করে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও নারী শিশু নির্যাতন বন্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি