
সংবাদদাতা
উখিয়ার থাইনখালী থেকে জিয়াউল হক (৩৬) নামের এক দোকানদারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে। রবিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে সাদা পোষাকধারী লোকজন তাকে তুলে নিয়ে গেছে বলে জানা গেছে। জিয়াউল হক বালুখালী ধামনখালী এলাকার বাসিন্দা মমতাজুল হকের ছেলে।
ভিকটিমের স্বজনদের বরাত দিয়ে এডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান জানিয়েছেন, কয়েকজন সাদা পোষাকধারী ব্যক্তি নিজেদের ‘ডিএসবি’র লোক পরিচয় দিয়ে জিয়াউল হককে তার ফার্মেসী থেকে তুলে নিয়ে যায়। যা স্থানীয়রা প্রত্যক্ষ করেছে। এরপর থানা পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে যোগাযোগ করা হলেও কোন তথ্য জানা যায়নি। রাত সাড়ে ৯টা পর্যন্ত জিয়াউল হকের অবস্থান সম্পর্কে পরিবারের কেউ জানেনি। জিয়াউল হকের স্বজনেরা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার ওসি আবুল খায়ের এর কাছে জানতে চাইলে এ সংক্রান্ত কোন তথ্য তার কাছে নেই বলে জানান। একই বিষয়ে আরো কয়েকটি সুত্রে ব্যাপক অনুসন্ধান করেও কোন হদিস মেলেনি।