মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারে মানি একচেন্ঞ্জ প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে সরকার। অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ কক্সবাজারের গুরুত্ব বিবেচনায় এই প্রথমবারের মতো ‘ইকুইটি মানি একচেন্ঞ্জ’ নামক একটি মানি একচেন্ঞ্জ প্রতিষ্ঠানকে তাদের শাখা খুলতে এই অনুমোদন দিয়েছে। প্রতিষ্ঠানটি কক্সবাজার শহরের ঝাউতলায় সী কুইন হোটেলর নীচ তলায় মানি একচেন্ঞ্জের কার্যক্রম শুরু করছে। পর্যটক ও রোহিঙ্গা শরনার্থীদের কারণে বিদেশী নাগরিকের আসা যাওয়া বেড়ে গেলেও কক্সবাজারে মানি একচেন্ঞ্জের ব্যবস্থা নাথাকায় বিদেশীরা এটা নিয়ে বিদেশীরা খুবই বেকায়দায় পড়তো। ফলে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো কক্সবাজার মানি একচেন্ঞ্জ স্থাপনের। কক্সবাজারে টাকার বিনিময়ে ইউএস ডলার পরিবর্তনের একটিমাত্র বাণিজ্যিক ব্যাংকের শাখা ছিল অগ্রণী ব্যাংক। কক্সবাজারে মানি একচেন্ঞ্জের শাখা প্রতিষ্ঠার মাধ্যমে কক্সবাজার জেলাবাসীর দীর্ঘদিনের একটি প্রাণের দাবি পুরন হলো।