জাহাঈীর আলম কাজল:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি ।

হেলথ ইন্সপেক্টর পল্লব বড়ুয়ার সার্বিক তত্বাবধানে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ,জেড সলিমের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা মো. ফয়েজ উল্লাহ প্রমূখ ।

শনিবার (৯ ফেব্রোয়ারি) সদর ইউনিয়নের আমীর হামজা পাড়ার কমিনিউটি ক্লিনিকে সকাল ৮টায় ভিটামিন এ ক্যাম্পিইন উদ্বোধন করেন।

এ সময় ৬ মাস থেকে ১বছর বয়সী মোট ১২৯৯ জন শিশুকে এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী মোট ৯৮৬৭ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। পুরো উপজেলায় ৫টি ইউনিয়নে ৯৭টি কেন্দ্রে ১১ হাজার ১শত ৬৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ,জেড সলিম।