সংবাদ বিজ্ঞপ্তিঃ
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০১৯ এ বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য চার স্তরে ইয়েস কার্ড পেয়েছে ১৮ জন।
গত ৫ ফেব্রুয়ারি বাছাইপর্বে ইয়েস কার্ড বিজয়ীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
৫ পারাঃ
প্রথম স্থান চকরিয়া আহমদিয়া রিয়াজুল কুরআন মাদরাসার মোহাম্মদ ইসহাক, দ্বিতীয় স্থান চকরিয়া হারবাং আশরাফুল উলুম হেফজ খানার আরফাতুল ইসলাম এবং তৃতীয় স্থান করেছে চকরিয়া ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদরাসার আব্দুল্লাহ ওমর।
১০ পারাঃ
প্রথম স্থান টেকনাফ মাদরাসা শফিকিয়া তালিমুল কুরআন এর আবু হেনা, দ্বিতীয় স্থান কুতুবদিয়া আল জাবেরীয়া আদর্শ হাফেজিয়া মাদ্রাসার রবিউল্লাহ, তৃতীয় স্থান চকরিয়া আল-ফায়জুল উলুম হাফিজিয়া এতিমখানা ও নূরানী মাদরাসার মোহাম্মদ হাসান, চতুর্থ স্থান কক্সবাজার ফাতেমাতুজ-জোহরা আদর্শ হিফজ মাদরাসার নাজমুল হাসান এবং পঞ্চম স্থান কক্সবাজার সদরের পিএমখালী দারুল আরকাম আল-ইসলামিয়া হেফজখানার মোহাম্মদ শাহেদ।
২০ পারাঃ
প্রথম স্থান টেকনাফ মাদরাসা শফিকীয়া তালিমুল কুরআন এর আরফাতুল্লাহ, দ্বিতীয় স্থান কক্সবাজার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার হাসান সাঈদ ওবায়দুল্লাহ, তৃতীয় স্থান কুতুবদিয়া আল জাবেরীয়া আদর্শ হাফিজিয়া মাদরাসার মোঃ মিনহাজ উদ্দিন, চতুর্থ স্থান একই প্রতিষ্ঠান আসফিকুর রহমান এবং পঞ্চম স্থান কুতুবদিয়া শাহ্ মালেকীয়া শামসুন নুর হিফজ ও এতিমখানার আবদুল্লাহ আল নোমান।
৩০ পারাঃ
প্রথম স্থান কুতুবদিয়া শাহ্ মালেকীয়া শামসুন নুর হিফজ ও এতিমখানার মোহাম্মদ আল ফররুক লাবিব, দ্বিতীয় স্থান টেকনাফ মাদরাসা শফিকিয়া তালিমুল কুরআন এর মোঃ রফিক উদ্দিন, তৃতীয় স্থান কুতুবদিয়া মাতবর পাড়া আদর্শ হাফেজিয়া মাদরাসার সাজিব কবির, চতুর্থ স্থান পেকুয়া আলমাছ খাতুন চৌধুরী হিফজুল কুরআন কমপ্লেক্সের তানভীরুল ইসলাম মিরাজ এবং পঞ্চম স্থান করেছে পেকুয়া রাজাখালী মোহাম্মদিয়া হাফেজিয়া শিশু নিবাসের লুৎফুর কবির পিয়ারু।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি হাফেজ দেলোয়ার হোছাইন ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ জামাল উদ্দিন তৌহিদ স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে এই তথ্য জানানো হয়েছে।
হিফজুল কুরআন প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তারা হলেন- মাওলানা হাফেজ মোঃ রিয়াদ হায়দার, মাওলানা হাফেজ আলী হায়দার, মাওলানা হাফেজ ক্বারী আলমগীর, মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, মাওলানা হাফেজ এমদাদ উল্লাহ, মাওলানা হাফেজ জাফর আলম, মাওলানা হাফেজ সরোয়ার আলম, হাফেজ মোহাম্মদ আবুল মনজুর, মাওলানা হাফেজ আফসার কামাল, মাওলানা হাফেজ মোঃ ইলিয়াস, মাওলানা হাফেজ মোঃ ফারুক, মাওলানা হাফেজ ছৈয়দ করিম, মাওলানা হাফেজ শফি আলম, মাওলানা হাফেজ মিজানুর রহমান, মাওলানা হাফেজ মোঃ সেলিম প্রমুখ।