আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সফল করতে সর্বশেষ প্রস্তুতি সভার একাংশ।

সংবাদদাতা:
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শনিবার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন।
এতে দেশ বিদেশের দেড় ডজন ক্বারী তাদের সুললিত কন্ঠে তেলাওয়াত করবেন মহাগ্রন্থ আলকুরআন থেকে।
বিকেল দুইটা থেকে অনুষ্ঠিতব্য ক্বেরাত সম্মেলনে দুই অধিবেশনে সভাপতিত্ব করবেন প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিছ আল্লামা সোলতান যাওক ও আল্লামা মুহাম্মদ তৈয়ব।
সম্মলনে তেলাওয়াত করবেন মিশর, তানজানিয়া, ভারত, কানাডা, লন্ডন ও ইন্দোনেশিয়াসহ দেশী বিদেশী প্রখ্যাত ক্বারীবৃন্দ। ইতোমধ্যে আমন্ত্রিত বিদেশী ক্বারীবৃন্দ দেশে এসে পৌঁছেছেন।
এতে অংশ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থার নেতৃবৃন্দ।

এদিকে, আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সফল করতে সর্বশেষ প্রস্তুতি সভা শুক্রবার বাদে আসর ঈদগাম মাঠ সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
এতে আয়োজক সংগঠনের পক্ষে ক্বারী মাওলানা সাইফুল্লাহ, হাফেজ মুবিনুল হক, হাফেজ রিয়াদ হায়দার, রিয়াজ মু. শাকিল, হাফেজ রিদওয়ানুল কাবীর, নুরুল হক নূরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
তারা ক্বেরাত সম্মেলনে সব মহলকে দাওয়াত করেছেন।
সেই সাথে সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন।