সংবাদদাতাঃ

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় মেম্বার এনামুল হকের হাতে গড়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ আজিজুল হক বালিকা মাদরাসা চট্টগ্রাম মহিলা মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত চতুর্থ শ্রেনীর ১২ তম মেধাবৃত্তি পরীক্ষায় অসাধারণ ফলাফল করেছে।
চট্টগ্রাম বিভাগের প্রায় ২৫ টি বালিকা মাদরাসা থেকে প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে সব ক’টি প্রতিষ্ঠানকে ছাপিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানসহ শহীদ আজিজুল হক বালিকা মাদরাসা থেকে পাঁচজন ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
এছাড়া এই মাদরাসা সাধারণ গ্রেডে আরো ৬ জন বৃত্তিসহ শতভাগ পাশ করে চট্টগ্রাম বিভাগের সেরা হয়েছে।
গত ২২ জানুয়ারী প্রকাশিত ফলাফল প্রকাশিত হয়।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো- সুমাইয়া আক্তার (১ম), নাজুমা আক্তার (২য়), ইসরাত জাহান (৩য়), রুবিনা আক্তার (৯ম), বুশরা আক্তার (১০ম)।
সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলো- উম্মে কুলসুম, রোকেয়া সিদ্দীকা, রেশমি সুলতানা, মুর্শিদা আক্তার, ফাতেমা আক্তার, আয়েশা ছিদ্দিকা। এই বৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের প্রায় ২৫ টি বালিকা মাদরাসা অংশগ্রহণ করে।
এদিকে, চলতি মাসে নুরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রামের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় টেকনাফ নাজিরপাড়া মাদরাসা দারুল কুরআন আশরাফুল উলুম নুরানী একাডেমি থেকে ৩৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। সেখান থেকে ১০ জন গোল্ডেন জিপিএ-৫সহ শতভাগ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। ৩৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ১০ জন গোল্ডেন জিপিএ-৫, ১৭ জন ‘এ’, ৬ জন ‘এ-’ এবং ২ জন ‘বি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
উল্লেখ্য, মাদরাসা দারুল কুরআন আশরাফুল উলুম নুরানী একাডেমির প্রতিষ্ঠাতা হাফেজ নুরুল হক মোজাহেরী। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক হিসেবে রয়েছেন হাফেজ নুরুল হকের ছোট ভাই টেকনাফ সদর ইউপি সদস্য ক্রিড়াবিদ এনামুল হক। অজপাড়া গায়ে নুরানী প্রতিষ্ঠানের জন্য নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে ঈমানের সর্বোচ্চ ত্যাগের প্রমাণ করেছেন হাফেজ নুরুল হক মোজাহেরী। প্রয়াত ভাইয়ের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে এলাকাবাসীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন এনামুল হক মেম্বার। তিনি অবহেলিত সমাজের উন্নয়ন ও দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে সবার ঐক্য কামনা করেছেন।
সেই সাথে নিজের প্রতিষ্ঠিত শহীদ আজিজুল হক বালিকা মাদরাসার সাফল্যের ধারা অব্যাহত রেখে আরো উন্নত করতে সকলের আন্তরিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।