মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের লামা উপাজেলার সূর্য তরুণ ক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা’১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে লামামুখ উচ্চ বিদ্যালয়ে বিপিএল পদ্ধতিতে ১২ অভারে সিক্সাস ও বাইকিং একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাইকিং একাদশকে ৩২ রানে হারিয়ে জয়ী হয় সিক্সাস একাদশ। খেলা শেষে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। এ সময় পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বিজয় আইচ, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহীন প্রমুখ অতিথি ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ ইসমাইল বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করে। তাছাড়া খেলাধূলার মাধ্যমে অবদান রাখতে পারলে পিঁছিয়ে পড়া এলাকা দ্রুত এগিয়ে যাবে। সূর্য তরুণ ক্লাবের সভাপতি মো. মিরাজ ও সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন জানান, ছয়টি দল নিয়ে গত ১৫ জানুয়ারী শুরু হয় টুর্ণামেন্ট। তারা বলেন, ২০১২ সালের ২৯ মার্চ ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। খেলাধূলার পাশাপাশি এলাকায় সামাজিক উন্নয়ন মুলক কাজ করে চলেছে ক্লাবটি।