মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার রোমন, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুল আলম, কক্সবাজার শহর ছাত্রদলের সভাপতি এনামুল হক এনাম, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ মুরাদ, রাশেদুল হক রাশেদ, হোটেল শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম মুকুল, শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, ছাত্রদল নেতা রেজাউল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হাসান, তারেক বিন মোক্তার সহ ১১ জন ছাত্রদল-যুবদলনেতা কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি রাত দশটার দিকে উল্লেখিত নেতৃবৃন্দ মুক্তি পান বলে কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের একান্ত সহকারী মোহাম্মাদ দেলোয়ার হোসাইন নিশ্চিত করেছেন। এসব ছাত্রদল, যুবদল, শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা হতে হাইকোর্ট থেকে জামিন পেয়ে তারাঁ মুক্তি লাভ করেন বলে দেলোয়ার হোসাইন জানান। এর আগে মুক্তিপ্রাপ্তরা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়ে জামিনের মেয়াদ শেষে নিম্ম আদালতে জামিন চেয়ে আবেদন করলে নিম্ম আদালতের বিচারক জামিন নামন্ঞ্জুর করে তাঁদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।