সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কক্সবাজার সদর শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা রোজিনা আক্তারের ওপর হামলা ও বাড়িঘর ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী।
সংগঠনটির কক্সবাজার সদর শাখার আয়োজনে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) সকালে কক্সবাজার আদালত ভবনের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল।
গত ৬ ফেব্রুয়ারী ভোরে পৌরসভার কুতুবদিয়া পাড়াস্থ নিজ বাড়িতে ঢুকে চিহ্নিত দুর্বৃত্তরা রোজিনার ওপর হামলা করে।
মোঃ হোসেন প্রকাশ বৈদ্য হোসেন, রফিক প্রকাশ ইয়াবা রফিক, আবছারসহ একদল দুর্বৃত্ত ঘটনায় জড়িত বলে রোজিনার স্বজনেরা জানিয়েছে।
এদিকে রোজিনার স্বামী ইলিয়াসের দাবী, তার স্ত্রীকে মেরে ফেলার জন্য দুর্বৃত্তরা হামলা করেছিল। আল্লাহর রহমতে বেঁচে গেছেন। তার স্ত্রী অন্যায়ের প্রতিবাদ করার কারণে সব সময় হুমকির মুখে থাকতে হয়।
পৌর সভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন জানান, মানবাধিকার কর্মী রোজিনা প্রকৃত পক্ষে একজন মানবাধিকার কর্মী মানবতার কাজ করে। তাই সে কিছু সমাজের অসৎ ইয়াবা কারবারি চোরাকারবারিদের আতংক হওয়ায় তাকে মেরে ফেলার হুমকী দিচ্ছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পূর্ব কুতুবদিয়া পাড়া সমাজ কমিটির সভাপতি আবু তাহের চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মানবাধিকার সোসাইটি কক্সবাজার শহর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রানা ইসলাম, সহসভাপতি রাশেদুল আমির চৌধুরী, মানবাধিকার কাউন্সিল কক্সবাজার শহর কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম ভান্ডারী, পূর্ব কুতুবদিয়া পাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, অর্থসম্পাদক আলী আকবর, পূর্ব কুতুবদিয়া পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ওসমান গনি, বন্দর পাড়া জামে মসজিদের ইমাম মওলানা মোঃ জাহেদ প্রমুখ।